HighlightNewsরাজ্য

শুরু হয়েছে রাজ‍্যের তিন বিধানসভা এলাকা ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের উপনির্বাচন

টিডিএন বাংলা ডেস্কঃ আজ বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল সাতটা থেকে ভবানীপুর সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় শুরু হয়েছে উপনির্বাচন। নির্বাচন কমিশন এই বিধানসভা কেন্দ্রগুলি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছে। তবে সবচেয়ে বেশি নজরে ভবানীপুর উপনির্বাচন, কারণ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দলনেত্রী ও বর্তমান মূখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস পূর্বেই এই উপনির্বাচনী কেন্দ্রে প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে বিজেপি ও বামেরা প্রার্থী দিয়েছে। ভবানীপুর কেন্দ্রে বামেদের প্রার্থী শ্রীজীব বিশ্বাস এবং বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। অশান্তি এড়াতে ভবানীপুরের সব বুথে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভবানীপুর কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোটের দিন ভবানীপুরে থাকবেন ৫ জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক। ১৪ জন ডেপুটি কমিশনার ও ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। র‍্যাফে থাকবে মহিলা অফিসারও। চলবে রিভার পেট্রোলিং। ৩৮ টি জায়গায় পিকেট করা হচ্ছে। ভোর ৫টা থেকে মোতায়েন থাকবেন ১০০ জন ট্রাফিক সার্জেন। ভবানীপুর কেন্দ্রেই থাকবে ৭টি নাকা চেকিং পয়েন্ট। ভবানীপুর কেন্দ্রের ৯টা থানায় মোটর সাইকেল ইউনিট থাকবে ২টো করে। ভবানীপুরের পাশাপাশি আজ সামশেরগঞ্জেও উপনির্বাচন অনুষ্টিত হচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনের আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বিধানসভা কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৩২৯টি। সামশেরগঞ্জে ভোটার সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৫১১ জন। এখানকার জন‍্য নির্বাচন কমিশনের হেল্প লাইন নম্বর হল-
7029600144 (WhatsApp Number)
9578605888 (Mobile Number)
এছাড়া জঙ্গিপুরেও বুধবার অর্থাৎ আজ উপনির্বাচন অনুষ্টিত হচ্ছে। এই কেন্দ্রের আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়। এই কেন্দ্রে ডিসিআরসি তৈরি হয়েছে রঘুনাথগঞ্জ পলিটেকনিক কলেজে। সংশ্লিষ্ট কেন্দ্রে পোলিং স্টেশনের সংখ্যা ৩৬৩টি, যেখানে মোতায়েন থাকছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর কেন্দ্রে কোনও ভোটার সমস্যার মুখেমুখি হলে তাঁরা এই নম্বররে অভিযোগ জানাতে পারবেন-
7029600142 (WhatsApp No)
9578605888 (Mobile Number)
উল্লেখ্য যে, বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিজয়ী  হয়। কিন্তু নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীকের কাছে বিধানসভা নির্বাচনে পরাজিত হন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মার্চ এবং এপ্রিল মাসে আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল এ রাজ্যে। ২ মে ফল প্রকাশ হয়। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২৯২ আসনের মধ্যে ২১৩টিতে জিতে বিপুল ভাবে ক্ষমতায় ফেরে। ৫ মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ নেন মমতা। তবে মন্ত্রী থাকতে হলে তার পরের ছ’মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে বিধানসভায়। সেই কারণেই ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন ‘ঘরের মেয়ে’। নির্বাচন কমিশন জানিয়েছে এই উপনির্বাচনের গণনা এবং ফল প্রকাশ হবে ৩ অক্টোবর, রবিবার। রাজ্যে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের কথা থাকলেও কেন আগে শুধু ভবানীপুরেই ভোট ঘোষণা হল, তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। মামলা হয় হাইকোর্টে। কমিশনের কাছে আগে ভোট করানোর সুপারিশের জন্য হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েছেন রাজ্যের মূখ‍্যসচিব।

Related Articles

Back to top button
error: