HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

পিছাবে না উপনির্বাচন, হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচির পরিবর্তন!

টিডিএন বাংলা ডেস্ক :‌ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উপনির্বাচন পিছানো সম্ভব নয়। যার ফলে হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচির পরিবর্তন। প্রসঙ্গত, ১২ এপ্রিল অনুষ্টিত হচ্ছে রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। আবার পূর্ব ঘষিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি অনুযায়ী ওই একই দিনে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এছাড়াও ওই দিন আইসিএসসি, সিবিএসই, আইএএস বোর্ডেরও পরীক্ষা রয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন। এই কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের কাছে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিভিন্ন সমস্যা কারণে তাদের পক্ষে আর ভোট পিছিয়ে দেওয়া সম্ভব হচ্ছেনা।

এই পরিস্থিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি আবারও পরিবর্তন করা হবে বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবারই নতুন সূচি ঘোষনা করা হবে বলে সংসদ সূত্রে খবর।
অন্যদিকে কেন্দ্রের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি আবার পরিবর্তন করে ২৫ তারিখ করা হয়েছে। ওই দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও রয়েছে। যার ফলে জটিলতা তৈরি হচ্চিল। ফলে নতুন সূচি প্রকাশ করা হলে সেই সমস্যার সমাধানও হয়ে যাবে। জানা গিয়েছে, বুধবার স্কুল শিক্ষা সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। পরিবর্তিত সূচি কি হবে তা নিয়ে আলোচনা হয় বলে খবর। এরপর সেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। অনুমোদন মিললেই আজ সেই নয়া সূচি ঘোষণা করা হতে পারে।

Related Articles

Back to top button
error: