মরুশহরে মন্ত্রিসভার রদবদল নিয়ে বৈঠক রাহুল-পাইলটের

ছবি প্রতিকী

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাবের পর এবার টার্গেট রাজস্থান। গোষ্ঠীকোন্দল মেটাতে মরুশহরে নজর কংগ্রেস হাইকমান্ডের। মরু রাজ্যে মন্ত্রিসভার রদবদল বাকি। সেই প্রক্রিয়া চূড়ান্ত করতে শুক্রবার রাহুল গান্ধির বাড়িতে বৈঠক করেন শচিন পাইলট। ওই বৈঠকে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি এবং রাজ্যে দলের পর্যবেক্ষক অজয় মাকেন। অশোক গেহলটের মন্ত্রিসভায় পাইলট ঘনিষ্ঠ বিধায়কদের জায়গা দিতেই এই বৈঠক। এমনটাই কংগ্রেস সূত্রে খবর।
শুধু রাজ্য মন্ত্রিসভায় নয়। মন্ত্রিসভার পাশাপাশি প্রদেশ কংগ্রেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে এবং পুরসভাতেও পাইলট ঘনিষ্ঠরা জায়গা পেতে পারেন। এদিনের বৈঠকে তা নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।রাজনৈতিক মহল বলছে, সামনেই রাজস্থানে ভোট। রাজ্য রাজনীতিতে নিজের গুরুত্বকে বাড়াতে চান শচিন পাইলট। এর আগে অজয় মাকেন জয়পুরে গেহলট এবং পাইলট দুই গোষ্ঠীর সঙ্গেই আলোচনা করেছেন। কিন্তু মন্ত্রিসভার রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নেতৃত্ব। রাহুল-পাইলট বৈঠকের পর সেই প্রক্রিয়া গতি পাবে। এমনটাই ধারণা রাজনীতিবিদদের। তবে পাঞ্জাব, রাজস্থান নয়, কংগ্রেসকে চাপে রেখেছে ছত্তিশগড়ও। সেই রাজ্যে আবার মুখ্যমন্ত্রী বনাম স্বাস্থ্যমন্ত্রীর দ্বৈরথ। যা ভাবাচ্ছে হাইকমান্ডকে। সূত্রের খবর, সেই রাজ্যেও কংগ্রেসের কলহ মেটাতেও উদ্যোগ নিতে পারেন রাহুল-প্রিয়াঙ্কা।