মন্ত্রিসভায় রদবদল! রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। রাজ্যে নতুন পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাশাপাশি এবার পঞ্চায়েতের দায়িত্ব সামলাবেন তিনি। এছাড়া অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জলসম্পদ উন্নয়ন মন্ত্রীত্বের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পাচ্ছেন মানস ভুঁইয়া এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে অর্থ দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেও অমিত মিত্রকে সেই দফতরের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা না করা হলেও নবান্ন সূত্রে মন্ত্রিসভায় রদবদলের এই তথ্য পাওয়া গিয়েছে।

মঙ্গলবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়ক না হয়েও মন্ত্রীত্বের ছয় মাসের মেয়াদ পূর্ণ করেছেন অমিত মিত্র। তাই তার বদলে আপাতত দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই। ওই দফতরে তার ডেপুটি হিসেবে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে থাকবেন অমিত মিত্র। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার রাজ্যের অর্থসংক্রান্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হবে ডক্টর অমিত মিত্রকে। মন্ত্রিত্ব গেলেও জোড়া উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে তাকে। তাই তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন।

কালীপুজোর রাতে মারা গিয়েছেন বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওই দফতরের দায়িত্ব সামলাবেন উলুবেড়িয়ার বিধায়ক তথা রাজ্যের জনসাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী করা হচ্ছে সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্নাকে। ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পাচ্ছেন মানস ভুঁইয়া। তৃতীয় মন্ত্রীসভার শুরুতে এই দফতরের দায়িত্বে ছিলেন সাধন পাণ্ডে। তার অসুস্থতার জন্য দফতরের ভার দেওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়কে। কিন্তু সুব্রত প্রয়াত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ এই দফতরটি ফাঁকাই ছিল। এবার সেই দফতরের দায়িত্বে আনা হচ্ছে আরেক বর্ষীয়ান বিধায়ক মানুষ ভূঁইয়াকে। তিনি বর্তমানে রাজ্যের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী।

রাষ্ট্রয়ত্ত উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বীরবাহা হাসদাকে। বর্তমানে তিনি বন প্রতিমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দফতরের দায়িত্ব পাচ্ছেন শশী পাঁজা। তিনি এখন রয়েছেন নারী উন্নয়ন শিশু ও সমাজকল্যাণের দায়িত্বে।