টিডিএন বাংলা ডেস্কঃ আরব সাগরের পাড়ে গুজরাটের তটে আগামীকাল আঘাত হানতে পারে বিপর্যয়। ১৫জুন সন্ধ্যার মধ্যে কচ্ছ জেলার জাখৌ বন্দরে আঘাত হানবে বিপর্যয়। এই সময়ে, বাতাস ১৫০কিমি প্রতি ঘন্টা বেগে বইতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রবল বায়ুপ্রবাহের কারণে মঙ্গলবার, দ্বারকার দ্বারকাধীশ মন্দিরে পতাকা বদলানো যায়নি। বুধবার সকালেও নতুন পতাকা উত্তোলন করা যায়নি। এখন মন্দির প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ১৭ জুন পর্যন্ত নতুন পতাকা বসানো হবে না। মন্দিরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে। প্রথা অনুযায়ী মন্দিরে দিনে ৫ বার পতাকা বদলানো হয়। কিন্তু, প্রবল বাতাসের কারণে সোমবার সন্ধ্যায় মন্দিরের পুরোহিতরা পঞ্চম পতাকা লাগাতে গেলে দিনের চতুর্থ পতাকাটি তুলতে পারেননি। তারপর থেকে দুটি পতাকা রয়েছে।
অন্যদিকে, গুজরাট ও মুম্বইয়ের উপকূলীয় এলাকায় প্রবল বাতাস এবং উচ্চ ঢেউয়ের কারণে এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুজরাট সরকার কচ্ছ-সৌরাষ্ট্রের উপকূল থেকে ১০ কিলোমিটারের মধ্যে ৭টি জেলা থেকে ৩৭ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে।