টিডিএন বাংলা ডেস্ক: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় টেট পাশের নথি দেখাতে না পারার কারণে এবার আরও ৯৪ জন চাকরি হারালেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। এই মামলায় ওই ৯৪ জন চাকরিজিবী প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ মেনে টেট পাশের প্রমাণ দেখাতে পারেননি। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ওই ৯৪ জনের চাকরি বাতিল করে মেধার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ করতে হবে। তাঁর আরও নির্দেশ, ২০১৬ এবং ২০২০ সালের নিয়োগের নম্বর বিভাজন-সহ মেধা তালিকা ৩ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ৩০ নভেম্বর।
এই প্রসঙ্গে রমেশের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলছেন, ‘‘ওই পুরো মেধা তালিকা সামনে এলেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নামে আদতে কী হয়েছে, তা বোঝা যাবে।’’ সৌমেনের আইনজীবী ফিরদৌস শামিমের মন্তব্য, ‘‘গোড়া থেকেই অপরিসীম দুর্নীতির কথা আমরা বারবার বলেছি। ইতিমধ্যেই ৯৪ জনের বেআইনি নিয়োগের কথা পর্ষদ স্বীকার করেছে। মেধা তালিকা বেরোলে, আরও এমন অবৈধ নিয়োগ সামনে আসবে।’’