HighlightNewsরাজ্য

কর্মরত অবস্থায় মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়া ফের চালু করার দাবিতে আজ ধর্মঘটের ডাক দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠন

টিডিএন বাংলা ডেস্ক: কর্মরত অবস্থায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া ফের চালু করার দাবিতে আজ ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠন। কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে চালু হয় পিকেটিং। পড়ুয়া ও শিক্ষকদের কাছে ক্লাসে যোগ না দেওয়ার আবেদন জানান ধর্মঘটীরা। যদিও কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি করেছেন তাঁরা। ধর্মঘটীদের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া ২০১২ পর্যন্ত স্বাভাবিক থাকলেও গত কয়েকবছর ধরে বন্ধহয়ে রয়েছে। লাগাতার আন্দোলনের পরেও কর্তৃপক্ষ ও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ। এর প্রতিবাদেই আজ সমস্ত ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

Related Articles

Back to top button
error: