ইব্রাহিম মন্ডল, টিডিএন বাংলা, কলকাতা: ফিলিস্তিন ইস্যুতে কলকাতায় বেশ কয়েকটি মিছিল ও সমাবেশ হয়েছে। ইজরায়েলের বিরুদ্ধে স্লোগানও উঠেছে মিছিল গুলিতে। এবার ইসরাইল বিরোধী বড়সড় আন্দোলনের ডাক দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পদক মুহাম্মদ কামরুজ্জামান। তিনি জানিয়েছেন, কলকাতায় তেমন বড় কোন সমাবেশ হয়নি, তাই ২ নভেম্বর বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ও আল আকসা মসজিদ রক্ষা করতে বিভিন্ন সংগঠনকে তিনি এই সমাবেশে আসার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, ইতিমধ্যে এই সমাবেশকে সফল করার জন্য প্রচার শুরু করেছে সংগঠনটি। এদিকে জমিয়তে আহলে হাদিসের সাধারণ সম্পাদক আলমগীর সরদারও সকলকে এই বিক্ষোভ সমাবেশে আসার আবেদন করেছেন।
এ বিষয়ে মুহাম্মদ কামারুজ্জামান টিডিএন বাংলাকে বলেন, ফিলিস্তিনের মজলুম মানুষের উপর ইজরায়েল নির্বিচারে অত্যাচার বাড়িয়ে চলেছে, এমনকি মসজিদে আকসা বন্ধ করে দেওয়া হয়েছে, হাসপাতালে লাগাতার হামলা চলছে, শিশুদের মৃত্যুর মিছিল চলছে- এই বর্বরতার বিরুদ্ধে আমরা জোরদার আন্দোলন করার জন্যই কলকাতার রাস্তায় নামতে চলেছি। এর মাধ্যমে আমরা আমেরিকা ও ব্রিটেনকেও বার্তা দিতে চাইছি যে, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না।
তিনি আরও জানান যে, সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমেরিকার বিদেশ সচিব ও পররাষ্ট্র সচিব ভারতে আসছেন ইজরায়েলের পক্ষে কথা বলার জন্য, আমরা এমন আন্দোলন করতে চাইছি যে তারা কূটনৈতিক সম্পর্ক করতে ভয় পায়।
অন্যদিকে জমিয়তে আহলে হাদীসের রাজ্য সাধারণ সম্পাদক আলমগীর সরদার টিডিএন বাংলাকে বলেন, ফিলিস্তিনের উপর ইজরায়েলি আক্রমনের বর্বরতা চরম সীমায় পৌঁছে গেছে, ইজরায়েল মানবতা বিরোধী কাজ করছে, এর বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিটা মানুষের মানবিক কর্তব্য। সেই মানবিক তাড়না থেকেই আমরা অনেক বড় আন্দোলন করতে চলেছি কলকাতায়।