টিডিএন বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরে প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বেছে বেছে গণহত্যা করার ডাক দেওয়া হল হিন্দুত্ববাদীদের একটি মিছিল থেকে। এই ঘটনায় যারপরনাই ক্ষুদ্ধ জম্মু ও কাশ্মীরবাসী। কারণ জম্মু ও কাশ্মীর হল এমন একটি রাজ্য যেখানে অসংখ্য বার সন্ত্রাসী হামলা হলেও সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস তেমন নেই। তবে সাম্প্রতিক সময়ে সেখানে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপি ও হিন্দুত্ববাদী কিছু সংগঠনকে দায়ী করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধী দলীয় নেতা কর্মীরা।
যেখানে নুহে সাম্প্রদায়িক দাঙ্গার পর হিন্দু মন্দিরের সুরক্ষার জন্য সারা রাত জেগে প্রহরা দিচ্ছেন মুসলিমরা সেখানে জম্মু ও কাশ্মীরে হিন্দুত্ববাদীরা মুসলিম গণহত্যার দাবি তুলেছে। পুলিশ এই মামলায় এফআইআর দায়ের করেছে। এই মামলায় পুলিশ তড়িঘড়ি দু’জনকে গ্রেফতারও করেছে। স্বাধীনতা দিবসের দিন বাইকে র্যালির আয়োজন করেছিল হিন্দুত্ববাদীদের কয়েকটি সংগঠন। সেই মিছিল থেকে মুসলিমদের গণহত্যার ডাক দেওয়া হয়।
অভিযোগ এই মিছিলে হাতে তিরঙ্গা নিয়ে স্লোগান দিতে দিতে যায় অনেকেই। হরিয়ানার নুহে সাম্প্রদায়িক পরেই এ ধরনের উত্তেজক মিছিল বের হয়। সেই মিছিলে স্লোগান তোলা হয় অর্থাৎ যখন মুল্লাদের কাটা হবে তখন মোল্লারা রাম রাম চেঁচাবে। এই ঘটনায় দৃশ্যতঃ ক্ষুব্ধ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের প্রশাসনের কাছে জানতে চেয়েছেন এই স্লোগান দেওয়ার জন্য কজনকে গ্রেফতার করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্সও এই ধরনের মিছিলের তীব্র নিন্দা করেছে, চাপে পড়ে পুলিশ জানিয়েছে আমরা দু’জনকে গ্রেফতার করেছি। এই মামলায় আরও গ্রেফতার হবে।