যে কোনো মুহূর্তে বদলাতে পারে সমীকরন? বিহারে ৫০ রাউন্ড পর্যন্ত ভোট গণনা, জানালো কমিশন

টিডিএন বাংলা ডেস্ক: যে কোনো মুহূর্তে বদলাতে পারে সমীকরন? বিহারে ৫০ রাউন্ড পর্যন্ত ভোট গণনা হবে। কিছুক্ষণ আগে এমনটাই জানিয়ে দিলো নির্বাচন কমিশন। বিহারের মুখ্য নির্বাচন কমিশনার এইচ এন শ্রীনিবাস জানিয়েছেন, সাধারণত ২৫ থেকে ২৬ রাউন্ড গণনা হয়৷ সেখানে এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ থেকে ৫১ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ প্রতিটি কেন্দ্রে গড়ে ৩৫ রাউন্ড করে গণনা হতে পারে। ফলে সেখানে ভোটের চূড়ান্ত ফল জানতে রাত হয়ে যেতে পারে।