টিডিএন বাংলা ডেস্ক : বিরোধী দলের সাংসদদের প্রশ্নের জবাব দিতে চান না মোদি সরকার। এই নিয়ে সরকার-বিরোধী তীব্র বাদানুবাদ সুপরিচিত। কিন্তু দলীয় সাংসদদের প্রশ্নের জবাব দিতে চায়নি সরকার, তেমন উদাহরণ বেশি নেই সংসদে। অথচ তার সঙ্গে ঠিক এটাই ঘটেছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
বর্ষিয়ান বিজেপি নেতার দাবি, রাজ্যসভায় তার প্রশ্ন ছিল লাদাখে লালফৌজ কি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়েছে? দেশের নিরাপত্তার স্বার্থে সেই প্রশ্ন বাতিল করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপরই ক্ষুব্ধ সাংসদ টুইট করেন। সেখানে লেখেন, “আমার প্রশ্ন ছিল চিনা সেনা কি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়েছে? কিন্তু দুঃখজনক না হলেও এটা হাস্যকর। জাতীয় নিরাপত্তার স্বার্থে অজুহাতে রাজ্যসভার সচিবালয়ের তরফে আমার এই প্রশ্নটিই বাতিল করা হয়েছে।” স্বামীর এই ভূমিকা নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। সাংসদের এই টুইট মোদি সরকারের আরও অস্বস্তি বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল বিদেশি মন্ত্রকের কাছে প্রশ্ন রেখে ছিলেন, প্রবাসী ভারতীয়দের কি বিমানবন্দরে হেনস্থা করে ফেরত পাঠানো হয়েছে? কিন্তু কোনও কারণ না দেখিয়েই সেই প্রশ্ন বাতিল করে দেওয়া হয়।