টিডিএন বাংলা ডেস্ক: যোগগুরু রামদেব দাবি করেছেন, দেশে করোনা মহামারীর পর ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে। শনিবার সকালে গোয়ার মিরামার সৈকতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ক্যান্সার অনেক বেড়ে গেছে। করোনার পর এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণশক্তিও হারিয়েছে।
উল্লেখ্য, গোয়ায় পতঞ্জলি যোগ সমিতি দ্বারা তিন দিনের যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এদিন রামদেবের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। রামদেব বলেন, আমিও স্বপ্ন দেখি যে গোয়া যেন সুস্থতার কেন্দ্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও একটি স্বপ্ন রয়েছে যে ভারত যেন বিশ্বব্যাপী সুস্থতার কেন্দ্র হয়ে ওঠে।এদিন হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সাওয়ান্ত ও রামদেব একসঙ্গে মঞ্চে যোগাসন করেন। এরপর রামদেব বলেন, পর্যটকদের গোয়া আসা উচিত শুধু দর্শনীয় স্থান দেখার জন্য নয়, রক্তচাপ, সুগার, থাইরয়েড, ক্যান্সার এবং অন্যান্য রোগের চিকিৎসার জন্যও। তিনি বলেন, গোয়া যেন যোগ, আয়ুর্বেদ, সনাতন এবং আধ্যাত্মিকতার পর্যটন কেন্দ্র হয়ে ওঠে।
তিনি আরও বলেন, দুই মাসে যখন রাজ্যে পর্যটকের সংখ্যা কম থাকে, তখন আমরা আধ্যাত্মিক পর্যটনের প্রচার করতে পারি। সারা বিশ্বের মানুষ এখানে আসেন।
এদিন রামদেব হোটেল শিল্পকে ‘পঞ্চকর্ম’ চিকিৎসা চালু করতে এবং পর্যটকদের যোগব্যায়াম চালু করার আহ্বান জানান। রামদেব বলেন, গোয়া খাওয়া-দাওয়ার জায়গা হওয়া উচিত নয়। জীবন মানে শুধু খাওয়া-দাওয়া আর মৃত্যু নয়।