মোষের পিঠে চেপে মনোনয়ন জমা প্রার্থীর! নেট দ‍ুনিয়ায় ভাইরাল ম‍ুহ‍ূর্ত

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। প্রতিবাদ জানাতে অভিনব পদ্ধতি নিলেন এক প্রার্থী। গাড়িতে নয়। মোষের পিঠে চেপে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করলেন তিনি। কাটিহারের হাসানগঞ্জ ব্লকের হাথিয়া দিয়ারা রামপুর পঞ্চায়েতের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

বিহারে শ‍ুর‍ু পঞ্চায়েত নির্বাচন। প্রার্থীরা বেশ রঙচঙে পোশাক পরে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী কখনও এসেছেন দু চাকা চড়ে। কখনও বা চার চাকায়। কিন্তু মোষের পিঠে সওয়ার হয়ে মনোনয়নপত্র দাখিলের ঘটনা বেশ বিরল।
পঞ্চায়েত প্রধান পদে প্রতিনদ্বন্দ্বিতা করছেন আজাদ আলম। কিন্তু মোষের পিঠে চেপে মনোনয়ন দাখিল কেন?

বেশ সুন্দর উত্তর দিয়েছেন আজাদ আলম। বলেছেন, দেশে মুদ্রাস্ফীতি লাগামছাড়া। অর্থনীতি সঙ্কটে। পেট্রোল,ডিজেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী। আমরা চাষবাস করি। আমাদের গরু-মোষ দুই আছে। ওদের দুধও খাই। দরকার বা ইচ্ছে হলে ওদের পিঠে চেপে যেখানে খুশি আমরা যেতে পারি।

এই ব্যাপারে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কে কীভাবে মনোনয়ন দাখিল করতে আসবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এই ব্যাপারে নির্বাচন কমিশনের করণীয় কিছুই নেই।