টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে পদ খারিজের আবেদন জানিয়ে মামলা করা হল কলকাতা হাই কোর্টে। সম্প্রতি হেভিওয়েট সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস থেকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন ব্যবসায়ী বাইরন বিশ্বাস। যা নিয়ে সারা রাজ্য জুড়ে শুরু হয় ব্যাপক চর্চা। এই পরাজয়কে শাসক দলের শেষের শুরু বলেও মন্তব্য করে ছিলেন অনেকেই। কিন্তু কিছু দিনের মধ্যেই সেই বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। যার ফলে বিরোধী দল বিশেষ করে কংগ্রেস আবারও চাপে পড়ে যায়।
সেই ঘটনায় এবার বাইরনের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করা হল কলকাতা হাই কোর্টে। আজ সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। এই মামলার শুনানি আগামী সপ্তাহেই হতে পারে বলে জানা গিয়েছে।