HighlightNewsদেশ

বর্ণ ও জাতি ভিত্তিক সমীক্ষার ফলাফল প্রকাশ করলো বিহার সরকার, অনগ্রসর শ্রেণী ৬৩% ও ব্রাহ্মণ ৩.৬৬%, চাপে বিজেপি!

টিডিএন বাংলা ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে বর্ণ ও জাতি ভিত্তিক সমীক্ষার ফলাফল প্রকাশ করলো বিহারের নীতিশ কুমারের সরকার। যে সমীক্ষা থেকে সরাসরি উঠে এসেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী, আদিবাসী ও অন্যান্য জাতির বর্তমান আর্থ সামাজিক অবস্থান। আর বিহার সরকারের এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে বিজেপি বেশ চাপে পড়তে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বহু দিন ধরেই সারা দেশ ব্যাপি বর্ণ ও জাতি ভিত্তিক জনগণনার জন্য মোদী সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিহারের শাসকদলীয় জোট। কিন্তু বিজেপি সরকারের কোনো হেলদোল না দেখে অবশেষে বিহারে রাজ্য ব্যাপী বর্ণ-ভিত্তিক সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় নীতীশ কুমারের সরকার। সেই সমীক্ষা শেষ হয়ে ছিল অনেক আগেই। অবশেষে আজ সোমবার সেই বর্ণ-ভিত্তিক সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিহার সরকার।এই সমীক্ষায় দাবি করা হয়েছে, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণীগুলি রাজ্যের জনসংখ্যার প্রায় ৬৩% এরও বেশি।

বিহারের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার সিং জানিয়েছেন, বিহারে অনগ্রসর শ্রেণীগুলি ২৭.১৩ শতাংশ, অত্যন্ত অনগ্রসর শ্রেণীগুলি ৩৬.০১ শতাংশ এবং সাধারণ শ্রেণীর ১৫.৫২ শতাংশে রয়েছে। সমীক্ষা প্রতিবেদনে আরও ইঙ্গিত করা হয়েছে তফসিলি জাতি ১৯% এবং তফসিলি উপজাতি ১.৬৮% রয়েছে। এছাড়া, ভূমিহার জনসংখ্যার ২.৮৬%, ব্রাহ্মণ ৩.৬৬%, কুর্মি ২.৮৭%, মুসাহার ৩% এবং যাদব ১৪%। বিহারের মোট জনসংখ্যা ১৩ কোটির বেশি।

সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে‌। শুরু হয়েছে পার্টির প্রচার – প্রসারের কাজ। এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজের ইমেজকে আরও শক্তিশালী করে তুলতে এই সমীক্ষার আয়োজন করে ছিলেন বলে অনেকেই মনে করেন।এই সমীক্ষার ফলাফল প্রকাশের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় নীতীশ কুমার বলেন, “জাতি-ভিত্তিক আদমশুমারি শুধুমাত্র জাতি প্রকাশ করেনি, প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও তথ্য দিয়েছে। এর ভিত্তিতে, সকল বিভাগের উন্নয়ন ও উন্নতির জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Related Articles

Back to top button
error: