HighlightNewsরাজ্য

ভোটপরবর্তী হিংসা কান্ডে বীরভূমের বিজেপি নেতাকে হাজিরা দিতে বলল সিবিআই!

টিডিএন বাংলা ডেস্ক: ভোটপরবর্তী হিংসা কান্ডে সিবিআই তদন্তে জেরবার হয়েছে বহু তৃণমূল নেতা। নাম জড়িয়েছে অনুব্রতর মতো নেতাদেরও। তবে এবার এই প্রথম ভোটপরবর্তী হিংসা কান্ডে সিবিআই জেরার মুখে পড়লনে এক বিজেপি নেতা! প্রথম থেকেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করে আসছে যে, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসা ছড়িয়েছে শাসকদল তৃণমূল। অবশেষে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত শুরু করে কেন্দ্রের এজেন্সি সিবিআই ও রাজ্যের সিট।

ভোটপরবর্তী হিংসা কান্ডে নাম জড়িয়েছে অনুব্রতর মতো নেতাদেরও। সেই অনুব্রতর কললিস্ট খতিয়ে দেখেই বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক কালোসোনা মন্ডলকে তলব করেছে সিবিআই। আগামীকাল এই বিজেপি নেতাকে দুর্গাপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, তাহলে কি গোপনে ওই বিজেপি নেতা কালোসোনা মন্ডল অনুব্রতর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই? তিনি কি তাহলে তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেন, “আমাকে কোনও একটা মামলার সাক্ষী হিসাবে ডেকেছে বলেই জেনেছি। তবে যতক্ষণ না হাজিরা দিচ্ছি ততক্ষণ সম্পূর্ণ সম্ভব নয়, ঠিক কী কারণে ডেকেছে CBI, আইন মেনে আমি নির্দিষ্ট সময়ে হাজিরা দেব।”

Related Articles

Back to top button
error: