টিডিএন বাংলা ডেস্ক: অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তিতে প্রাক্তন জাতীয় নিরীক্ষক শশীকান্ত শর্মা এবং প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবীর সিং পানেসারের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারে সিবিআই। সূত্রের খবর, প্রাক্তন জাতীয় অডিটর তথা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মা ও প্রাক্তন বিমান ভাইস চিফ জসবীর সিং পানেসারের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছে অনুরোধ করেছে সিবিআই।
প্রসঙ্গত, শশীকান্ত শর্মা ২০০৩ এবং ২০০৭ সালের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব (বায়ু) ছিলেন এবং ২০১১ থেকে ২০১৩ সালে প্রতিরক্ষা সচিব ছিলেন। এরপর ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত তিনি নিরীক্ষক ছিলেন। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এস এ কুন্তে, ডেপুটি চীফ টেস্টিং পাইলট, থমাস ম্যাথিউ, উইন কমান্ডার আইএএফ এবং গ্রুপ ক্যাপ্টেন সন্ত্রাসের বিরুদ্ধে তদন্ত করার জন্য অনুমোদন চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে এই মামলার তদন্ত নিজেদের হাতে তুলে নেয় সিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এরপর প্রাক্তন এয়ার চীফ মার্শাল এসপি ত্যাগী এবং অন্যান্য আরো ১১ জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দায়ের করে সিবিআই।