HighlightNewsদেশ

জমির বিনিময়ে চাকরি মামলায় রাবড়ি দেবীকে ৪ ঘণ্টা ধরে জেরা সিবিআইয়ের

টিডিএন বাংলা ডেস্ক: জমির বিনিময়ে চাকরির মামলায় সোমবার সকাল থেকেই লালু যাদবের স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে পৌঁছেছে সিবিআই টিম। প্রায় ৪ ঘণ্টা তাঁর বাসভবনে রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে যান সিবিআই অফিসাররা।

এর পরে, রাবড়ি দেবী বিধান পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পৌঁছন। ছোট ছেলে ও ডেপুটি সিএম তেজস্বী যাদব এসে তাঁকে নিয়ে যান। সিবিআই তদন্তের প্রশ্নে রাবড়ি দেবী বলেন, কিছুই হয়নি। এই সব চলে।
এটি শবেবরাত মাধ্যমে প্রতিবেদন অনুসারে, ১২ জন অফিসারের টিম ২ থেকে ৩টি গাড়িতে করে পাটনায় ১০ নম্বর সার্কুলার রোডে রাবড়ি দেবীর বাসায় পৌঁছয়। এর প্রতিবাদে রাবড়ি দেবীর বাসভবনের বাইরে ধর্নায় বসেন আরজেডি নেতা-কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে বাড়ানো হয় নিরাপত্তা।

Related Articles

Back to top button
error: