HighlightNewsদেশ

ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআইয়ের হানা

টিডিএন বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বাড়িতে ফের হানা দিল সিবিআই। সার কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১০ জন আধিকারিকের একটি দল তদন্ত করছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়ি ও দোকানে ইতিমধ্যেই হানা দিয়েছে সিবিআই। অগ্রসেন গেহলটের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে, কৃষকদের মধ্যে সার তৈরির জন্য প্রয়োজনীয় পটাশ বিতরণের নামে, তিনি সরকারের কাছ থেকে ভর্তুকি নিয়ে সার কিনে তা বেসরকারী সংস্থাগুলির কাছে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন।

সিবিআই ছাড়াও এর আগে এই মামলার তদন্ত করেছে ইডি। অগ্রসেনের আপিলের ভিত্তিতে, হাইকোর্ট ইডি-সংক্রান্ত মামলায় তাঁর গ্রেপ্তার স্থগিত করে। এছাড়া, অগ্রসেনের কোম্পানিকে প্রায় ৫.৪৬ কোটি টাকা জরিমানাও করা হয়েছে কাস্টমস বিভাগের তরফে। এখন এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই।

শুক্রবার সকালে হঠাৎই গেহলটের ভাই অগ্রসেনের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের টিম। সে সময় নিজের বাড়িতেই ছিলেন অগ্রসেন গেহলট। জানা গিয়েছে, সিবিআইয়ের দলে দিল্লির পাঁচজন এবং যোধপুরের পাঁচজন অফিসার রয়েছেন।

অন্যদিকে, স্যার কেলেঙ্কারির এই মামলায় তদন্তে নেমে ইডি আধিকারিকদের মন্তব্য, রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অগ্রসেন গেহলটের সংস্থা অনুপম কৃষি মিউরেট অফ পটাশ সার রপ্তানির সাথে জড়িত ছিল । ইন্ডিয়ান পটাশ লিমিটেড এমওপি আমদানি করে এবং কৃষকদের কাছে তা ভর্তুকিতে বিক্রি করে।

প্রসঙ্গত, অগ্রসেন গেহলট ইন্ডিয়ান পটাশ লিমিটেডের একজন অনুমোদিত ডিলার ছিলেন। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে, তাঁর কোম্পানি ভর্তুকি হারে এমওপি কিনেছিল, কিন্তু অভিযোগ, কৃষকদের কাছে বিক্রি করার পরিবর্তে, তিনি তা অন্য কোম্পানির কাছে বিক্রি করেছিলেন। ওই কোম্পানিগুলো শিল্প লবণের নামে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে সেই এমওপি রপ্তানি করে।

Related Articles

Back to top button
error: