৪০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে পাঞ্জাবের আপ বিধায়কের বাসভবনসহ কয়েকটি জায়গায় হানা সিবিআইয়ের

টিডিএন বাংলা ডেস্ক: ৪০ কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগে পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক জসওয়ান্ত সিং গাজ্জান মাজরার পৈত্রিক ভিটে সহ তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালালেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তকারী আধিকারিকরা। শনিবার পাঞ্জাবের অমরগড়ের আপ বিধায়কের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে সাঙ্গুর জেলার মালেরকোটলা এলাকায় তাঁর পৈতৃক ভিটে সহ তিনটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এ সম্পর্কে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে,”সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আজ একটি ব্যাংক জালিয়াতির মামলার চলমান তদন্তে বেসরকারি সংস্থা, পরিচালক/জমিনদার সহ অভিযুক্তদের প্রাঙ্গণে মালেরকোটলা (পাঞ্জাব) সহ তিনটি স্থানে তল্লাশি চালাচ্ছে। নগদ ১৬.৫৭ লক্ষ টাকা (প্রায়), প্রায় ৪৪টি বৈদেশিক মুদ্রার নোট, কিছু সম্পত্তির নথি, বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য অপরাধমূলক নথি অনুসন্ধানের সময় পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে।”
সিবিআই জানিয়েছে, মালেরকোটলা গাউনসপুরা ভিত্তিক একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে লুধিয়ানার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।