HighlightNewsদেশ

প্রকাশিত হল সিবিএসসি দ্বাদশ শ্রেণীর ফলাফল, পাশের হার ৯২.৭১ শতাংশ

টিডিএন বাংলা ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অবশেষে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসসি) দ্বাদশ শ্রেণীর ফলাফল। ফলাফল দেখতে হলে সিবিএসসি বোর্ডের ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.nic.in নিজের রোলনম্বর দিয়ে লগ ইন করতে হবে। তাহলেই পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে রোল নম্বর ,স্কুল নম্বর, সেন্টার নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে। চলতি বছর দু দফায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারে সামগ্রিক ভাবে পাশের হার দাঁড়িয়েছে ৯২.৭১ শতাংশ। যেখানে গত বছর পাশের হার ছিল ৯৯.৩৭ শতাংশ।

এবছর মোট ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পাশের হারের নিরিখে এবার ছেলেদের পিছনে ফেলে মেয়েরা অপেক্ষাকৃত অনেকটাই এগিয়ে গিয়েছে। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৩.২৯ শতাংশ বেশি। বোর্ড সূত্রে জানা গিয়েছে চলতি বছর ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৯৪.৫৪ শতাংশ। আর ১০০ শতাংশ ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীই পাশ করেছে। জেলাভিত্তিক হিসিবে এই পরীক্ষায় দেশের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে কেরলের তিরুবনন্তপুরমে। তাদের পাশের হার ৯৮.৮৩ শতাংশ। ৯৮.১৬ শতাংশ পাশের হার নিয়ে বেঙ্গালুরু আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই। চেন্নাইয়ে পাশের হার ৯৭.৭৯ শতাংশ।

Related Articles

Back to top button
error: