প্রকাশ্যে আনা হল ভাদু শেখ হত্যার সিসিটিভি ফুটেজ!

টিডিএন বাংলা ডেস্ক : প্রকাশ্যে আনা হল রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ হত্যার সিসিটিভি ফুটেজ! এটা সেই হত্যাকান্ড যাকে কেন্দ্র করে সংঘটিত হয় স্বাধীন বাংলার ইতিহাসে অন্যতম নৃশংস বগটুইয়ে গণহত্যা। পুলিশ সেদিনের রাতের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার ফলে এই ভাদু শেখকে কীভাবে খুন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল এল। জানা গিয়েছে, ২১ মার্চ রাত ৮টা থেকে সাড়়ে ৮টার মধ্যে খুন হন ভাদু। সেই রাতের ভয়ঙ্কর হত্যা দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছিল একটি বাড়ির সিসি ক্যামেরায়।

পুলিশের তরফে প্রকাশিত ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বগটুই মোড়ে একটি চায়ের দোকানের সামনে স্কুটিতে বসে আছেন ভাদু। এমন সময় হঠাৎ দুটি বাইকে চেপে চার দুষ্কৃতী দোকানের সামনে হাজির হয়। তারা আশার সঙ্গে সঙ্গে বাইকে বসেই তারা ভাদুকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এরপর তারা আবারও বোমা হামলা করে। তারপরই এক দুষ্কৃতী ভাদুকে গুলি করতে যায়। কিন্তু ততক্ষণে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন ভাদু। যার ফলে তারা আর গুলি না চালিয়েই সেখান থেকে পলায়ন করে। এই পুরো ঘটনাটি ঘটে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে। এরই মধ্যে অপারেশন শেষ করে পলায়ন করে দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, সেই রাতে ৬-৭ জন দুষ্কৃতী ভাদুকে খুন করে।