যুবকদের নিয়ে “যুব উৎসব” পালন উত্তর ২৪ পরগণা জেলা জামা‌আতের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : জামা‌আতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে গোটা রাজ‍্য জুড়ে যুব উৎসব পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসাবে গতকাল রবিবার উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গায় অনুষ্টিত হয়ে গেল জেলা যুব উৎসব-২০২১। সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো এই যুব উৎসব। এই অনুষ্ঠানে কেরাত, গজল, কুইজের প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা।

সারাদিন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পর তামাদ্দুন ও অনন্য শিল্পী গোষ্ঠীর যৌথ পরিবেশনায় অনুষ্টিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের নাটক, কৌতুক এবং মুকাভিনয় পরিবেশনা দর্শকদের আপ্লুত করে তোলে। বিশেষ করে শিশুদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীযান পত্রিকার সম্পাদক মশিহুর রহমান, সংগঠনের রাজ্য বিভাগীয় দায়িত্বশীল আব্দুল আজীজ, সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা সম্পাদক মাওলানা আব্দুল আজীজ মোল্যা সহ প্রমুখ ব্যক্তিবর্গ।