Newsরাজ্য

হনুমান জয়ন্তী নিয়ে এবার রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের: পরিবেশ নষ্ট করে এমন জিনিসগুলিতে নজর রাখুন; রাজ্যসরকারের উচিত কেন্দ্রের কাছে ফোর্স চাওয়া, মন্তব্য কলকাতা হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: দেশের একাধিক রাজ্যে রাম নবমীকে কেন্দ্র করে অশান্তির আবহ সৃষ্টি হওয়ার পর, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্যের জন্য একটি পরামর্শ জারি করেছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, হনুমান জয়ন্তীতে যাতে শান্তি বজায় থাকে সেজন্য আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে এমন সবকিছুর দিকে নজর রাখুন।
অন্যদিকে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টও এই বিষয়ে পশ্চিমবঙ্গের সরকারকে নির্দেশ দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, পুলিশ কম থাকলে কেন্দ্রের কাছে ফোর্স চাইতে হবে এবং কেন্দ্রীয় সরকারেরও অবিলম্বে আপনার আবেদনের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। জনগণকে রক্ষা করতে হবে। ৬ এপ্রিল হনুমান জয়ন্তী।

একইসঙ্গে, রাম নবমীতে সহিংসতার কথা উল্লেখ করে সরকারকে প্রশ্ন করেছে আদালত। আদালত জানিয়েছে, আপনারা বলছেন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কয়েকজন বিচারপতির চিঠি পেয়েছি। তাঁরা জানান, তাঁদের বাড়ির কাছেই দাঙ্গা হচ্ছে। আদালত চত্বরেও একই রকম পরিবেশ বিরাজ করলে কী হবে। কিছু একটা করতে হবে। মিছিলের রুটে ব্যারিকেড লাগান। পুলিশ শান্তি মিছিল বের করতে পারে যাতে মানুষ মনে করে যে তারা নিরাপদ।

উল্লেখ্য, শিবপুর ও রিষড়ায় সহিংসতার বিষয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আদালত রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল যে হনুমান জয়ন্তীকে সামনে রেখে রাজ্যে শান্তি বজায় রাখতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button
error: