টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের জন্য এবার ৬৫১ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। অন্যদিকে এখনও প্রায় ২৫০০ কোটি টাকা খরচ হয়নি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গের টাকা দীর্ঘ দিন ধরেই আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তবে পঞ্চদশ অর্থ কমিশনের শর্ত অনুযায়ী পঞ্চায়েত ও পুর এলাকার উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ পাঠানোর কথা। সেই অনুযায়ী বাংলার জন্য ৬৫১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। কিন্তু একই সঙ্গে অর্থ দফতরের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, ১০ দিনের মধ্যে পঞ্চায়েত ও পুরসভাগুলিকে টাকা না পাঠালে ১০ শতাংশ করে সুদ গুণতে হবে রাজ্য সরকারকে।
অন্যদিকে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে পাওয়া টাকার মধ্যে ২৫০০ কোটি টাকা এখনও জেলাগুলি খরচ করতে পারেনি। এতে খুবই চটেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন, দৈনিক টার্গেট ঠিক করে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা খরচ করতে হবে।