টিডিএন বাংলা ডেস্ক : কৃষি বিলের পর এবার কি বিদ্যুৎ বিল? বিদ্যুৎ বিল নিয়ে জোর আপত্তির জেরে শেষমেষ বিদ্যুৎ আইনের সংশোধনী বিল নিয়ে পিছু হটতে চলেছে মোদি সরকার।
কৃষি আইন প্রত্যাহার হয়েছে। এনআরসি হয়নি। সিএএ নিয়ম এখনও তৈরি হলো না। এবার বিদ্যুৎ বিল নিয়ে অবস্থান বদল করতে চলেছে মোদি সরকার। তবে বিদ্যুৎ বিল সম্পূর্ণ বাতিল হবে না। নতুন সংশোধনী আনা হবে। তারপর সেই খসড়া বিল নিয়ে পুনরায় আলোচনা হবে রাজ্যগুলির সঙ্গে।
বিদ্যুৎ বিল নিয়ে প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই বিল পরোক্ষে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করার সমিল। মুখ্যমন্ত্রীর আপত্তিকে নস্যাৎ করে বিদ্যুৎমন্ত্রী রাজকুমার সিং বলেন, পশ্চিমবঙ্গের এই আশঙ্কা অমূলক। তবে শুধু মমতাই নয়। কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানার মতো রাজ্য সরকারও আপত্তি করেছে বিল নিয়ে। এমনকি দিল্লির উপকণ্ঠে আন্দোলনরত কৃষকদের দাবি ছিল বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। সূত্রের খবর, বিদ্যুৎ বিল পুনরায় সংশোধন হবে। নতুন সংশোধনী তে থাকবে, বিদ্যুৎ বিলে গ্রাহকদের ভর্তুকি প্রথা যেমন চলছে, তেমনই থাকবে।