HighlightNewsদেশ

উত্তর-পূর্ব ভারতে আফস্পা প্রত্যাহারে নারাজ কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : নাগাল্যান্ড থেকে আফস্পা প্রত্যাহারের পরিস্থিতি আছে কি? খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি করেছে কেন্দ্র। তারা সেই রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্রমন্ত্রককে। কিন্তু সেই রিপোর্ট হাতে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি, নাগাল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতের বিস্তৃর্ণ অংশে দেশ বিরোধী কার্যকলাপের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। সেইজন্য উত্তরপূর্বে তারা আফস্পা বহাল রাখার পক্ষপাতী সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছর নাগাল্যান্ড, অসম, মনিপুর ও অরুণাচলপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৬৪ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। নাগাল্যান্ড থেকেই গ্রেফতার করা হয়েছে ২০০ জনকে। মনিপুর থেকে ১৭১ জনকে, অরুণাচল থেকে ৬৫ জনকে আর অসম থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছর অসম, মনিপুর, অরুণাচল প্রদেশের মতো রাজ্য থেকে ৯৬৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি।

এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ভারত থেকে আফস্পা তুলে নেওয়া প্রশাসনিক দিক থেকে দুর্বল সিদ্ধান্ত হতে পারে। এমন আতঙ্কে ভুগছেন স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আমলারা।

Related Articles

Back to top button
error: