টিডিএন বাংলা ডেস্ক: আদানি প্রশ্নে আবারও লোকসভায় চাপের মুখে কেন্দ্রীয় সরকার। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা ব্যাপক জালিয়াতির অভিযোগ এবং তারপরে শেয়ার বাজারে ধ্বস নামার ফলে দেশের সাধারণ মানুষ বা অর্থনৈতিক ক্ষেত্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে লোকসভায় আবারও এমন প্রশ্নের সম্মুখিন হল কেন্দ্রীয় সরকার। বিরোধীদের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার সংসদে জানিয়েছেন, এই রিপোর্ট প্রকাশ ও শেয়ার বাজারে ধ্বস নামার ফলে দেশের পদ্ধতিগত স্তরে উল্লেখযোগ্য তেমন কোনো প্রভাব পড়েনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে সেবি এই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে দাবী করে, আদানি গোষ্ঠী জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের মাধ্যমে শেয়ার বাজারে নিজেদের শেয়ারের মূল্য বৃদ্ধি করেছে। এরপরই আদানি গোষ্ঠীর ব্যবসায়িক অধঃপতন শুরু হয়। ধনীদের তালিকাতে ধীরে ধীরে পিছিয়ে পড়েন তিনি। যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ তথা বিশ্ব।