HighlightNewsদেশ

পিএসির বৈঠকে করোনা আতিমারী নিয়ে আলোচনায় বাধা চেয়ারপার্সন অধীর রঞ্জন চৌধুরীকে

টিডিএন বাংলা ডেস্ক: করোনা ভাইরাস অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই গোটা দেশ বিপর্যস্ত। টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেও টিকার অপ্রতুলতার সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলি একজোট হয়ে কিভাবে এই অতিমারীর বিরুদ্ধে লড়াই করতে পারে তা নিয়ে লোকসভার সর্বোচ্চ কমিটি পাবলিক একাউন্টস কমিটিতে বুধবারকেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে সমালোচনা করতে গেলে বাধাপ্রাপ্ত হন খোদ চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী।সূত্রের খবর অনুযায়ী বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী এদিন নিজের বক্তব্য পেশ করতে চাইলে এনডিএ তরফ থেকে জগদম্বিকা পাল এবং লালন সিং আলোচনাতে বাধা দিতে শুরু করেন। তারা বলেন নিজে থেকেই এই বিষয়টি নিয়ে পিএসসি-র চেয়ারম্যান আলোচনা করতে পারবেন না। জানা গেছে, দিল্লিতে ওই বৈঠকে বিজেপি এবং জেডিইউ সদস্যদের বাধা এবং অসহযোগিতার জন্য বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে একপ্রকার কোন আলোচনাই করা যায়নি। প্রসঙ্গত,ভারতের সংসদীয় ব্যবস্থায় পিএসসি-কে সর্বোচ্চ কমিটি হিসেবে গণ্য করা হয়। এই কমিটি মূলত কেন্দ্র সরকারের আয় এবং ব্যায়ের হিসেব অডিট করে থাকে।

Related Articles

Back to top button
error: