আর্থিক বাধাকে জয় করে উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়ে চাটার্ড অ্যাকাউন্টেড হতে চায় হুগলির চন্দ্র মন্ডল

টিডিএন বাংলা ডেস্ক: আর্থিক বাধাকে জয় করে হুগলি জেলার প্রত‍্যন্ত এলাকার বাসিন্দা হরিপাল গুরুদয়াল ইন্সটিটিউশনের শিক্ষার্থী চন্দ্র মন্ডল উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন। চরম আর্থিক অনটনের মধ্যেও চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। তার এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও এলাকাবাসী।

চন্দ্র মন্ডল জানিয়েছেন, তার এই সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার মিয়ের। মা সংসার চালিয়ে আবার সিকিউরিটি গার্ডের কাজ করেন অর্থ উপার্জনের জন্য।
চন্দ্র মন্ডল কমার্স নিয়ে পড়াশোনা করেছে। বড়ো হয়ে সে চাটার্ড অ্যাকাউন্টেড হতে চায়।