চান্নিই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, ঘোষণা রাহুল গান্ধির

টিডিএন বাংলা ডেস্ক : জল্পনার অবসান। চান্নিকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল কংগ্রেস। রবিবার লুধিয়ানা সফরে গিয়ে ঘোষণা রাহুল গান্ধির।

চান্নি নাকি সিধু। কে হবেন পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? বেশ কয়েকদিন থেকেই জোর চর্চা রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটালেন খোদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রাহুল গান্ধি জানিয়েছেন, চরণজিৎ সিং চান্নিই তাঁদের দলের পঞ্জাব বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

কংগ্রেসের তরফে বিশেষ পরিকল্পনার আয়োজন করা হয়। রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নির্ধারণ করার জন্য। ফোন কলের মাধ্যমে জনমত সমীক্ষা হয়। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে চান্নিকেই নির্বাচিত করেন পাঞ্জাবের ভোটাররা। রাহুল গান্ধি জানিয়েছেন, ‘খুব গরীব পরিবারের সদস্য চান্নি। মানুষের চাহিদা বোঝে ও গরীবদের কষ্ট বোঝে। মন থেকে ভালোবাসে ও রক্তজল করে পরিশ্রম করবে রাজ্যের জন্য।’

মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করায় রাহুল গান্ধিকে ধন্যবাদ জানান চান্নি। তিনি বলেন, ‘সবাইকে ধন্যবাদ জানাই আমাকে নির্বাচন করার জন্য। তবে এটা অনেক বড় যুদ্ধ যা আমি একা লড়াই করে জিততে পারব না। টাকা নেই, সাহসও কম, পাঞ্জাবের মানুষ পাশে থাকলেই সব সম্ভব।’