মোরবি ব্রিজ দুর্ঘটনায় চার্জশিট পেশ

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের মোরবি ব্রিজ দুর্ঘটনার মামলায় চার্জশিট পেশ করেছে পুলিশ। এক হাজার ২৬২ পৃষ্ঠার এই চার্জশিটে মোরবি গ্রুপের এমডি জয়সুখ প্যাটেলকেও অভিযুক্ত করা হয়েছে। ২০২২ সালের ৩০ অক্টোবর, মোরবি নদীর উপর ফুট ওভার ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে, ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা বহু মানুষ নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১৩৫ জন প্রাণ হারান।