HighlightNewsদেশ

কিরেন রিজিজুর কাছ থেকে ফিরিয়ে নেওয়া হল আইন মন্ত্রকের দায়িত্বভার: দেওয়া হয়েছে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব; নতুন আইনমন্ত্রী হবেন অর্জুন রাম মেঘওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: আইনমন্ত্রী কিরেন রিজিজুর পোর্টফোলিও পরিবর্তন করেছে সরকার। রিজিজুকে এবার ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন আইনমন্ত্রী হবেন অর্জুন রাম মেঘওয়াল। রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘওয়ালকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। মেঘওয়াল সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বেও থাকবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে রবিশঙ্কর প্রসাদের স্থলাভিষিক্ত হয়ে আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন রিজিজু। ২০১৯ সালে, তাঁকে ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্প্রতি, বিচারকদের নিয়ে মন্তব্যের জন্য খবরের শিরোনামে ছিলেন রিজিজু। কলেজিয়াম সম্পর্কে রিজিজু বলেছিলেন, দেশের কেউ কাউকে সতর্ক করতে পারে না। অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়েও তিনি বলেছিলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারক ভারতবিরোধী দলের একটি অংশ হয়ে উঠেছে।

এদিন, মন্ত্রিত্ব বদল নিয়ে টুইট করে কিরেন রিজিজু লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সম্মান পেয়েছি। জনসাধারণের জন্য ন্যায়বিচার সহজ করার জন্য আমি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি এবং হাইকোর্টের সমস্ত বিচারক, নিম্ন বিচার বিভাগ এবং সমস্ত আইনি অফিসারদের ধন্যবাদ জানাই৷ এবার বিজেপির একজন নম্র কর্মী হিসেবে, আমি ভূ-বিজ্ঞান মন্ত্রকে একই উৎসাহ নিয়ে কাজ করে প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন পূরণ করতে আগ্রহী’।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই রিজিজু টুইটারে তাঁর পোর্টফোলিও পরিবর্তন করেছেন। এদিকে, রিজিজুর এহেন পোর্টফোলিও বদলের পর কংগ্রেসের অলকা লাম্বা বলেন, “বিচারকদের নিয়োগ এবং আদালতের বিষয়ে রিজিজুর মন্তব্য মোদী সরকারের জন্য সমস্যা তৈরি করেছিল। তাঁদের ভাবমূর্তি বাঁচাতে, সরকার আইনমন্ত্রীকে বলি দিয়ে নিজেদের ভাল করেছে৷”

Related Articles

Back to top button
error: