টিডিএন বাংলা ডেস্ক: রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, দেশে আসছে সস্তা তেল। যদিও, তাতে একটু কমেনি পেট্রপন্যের মূল্য। একটি পরিসংখ্যান অনুযায়ী, ভারত যে গড় হারে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত তেল কেনে তার তুলনায় গত বছরের জুন মাসে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের দাম ১৬ ডলার কম ছিল। এই পার্থক্য ব্যারেল প্রতি ১,৩১০ টাকা। গত বছরের এপ্রিল থেকে এই বছরের মার্চ পর্যন্ত এই গড় পার্থক্য ৭ ডলারের বেশি অর্থাৎ ব্যারেল প্রতি ৫৭৩ টাকা ছিল। গত মাসে, ভারত রাশিয়া থেকে তার অপরিশোধিত তেলের প্রয়োজনের প্রায় ৩৯ শতাংশ আমদানি করেছে। তা সত্ত্বেও, প্রায় ১০ মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম একই রয়ে গেছে।
সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম সারা বিশ্বে পেট্রোল ও ডিজেলের দাম অনুসারে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ধারণ করে, অপরিশোধিত দামের ভিত্তিতে নয়। এই জ্বালানি ইউরোপের মতো বাজারে খুব ব্যয়বহুল হয়ে ওঠায়, ভারতে দাম বেশি রয়েছে। একইসঙ্গে, ঘাটতি পূরণে সঞ্চয় থেকে ব্যবহার করা সরকারি তেল পরিশোধন কোম্পানি ঘাটতি পূরণের জন্য রাশিয়ান তেলের আমদানি থেকে সঞ্চয়ে ব্যবহার করছে। এই কোম্পানিগুলির দাবি, সরকার নির্ধারিত মূল্যে রান্নার গ্যাসের (এলপিজি) মতো পণ্য বিক্রি করায় তারা লোকসানে পড়ছেন। উল্লেখ্য, সরকারী নীতি অনুযায়ী, খরচের চেয়ে কম দামে এলপিজি বিক্রি করে কোম্পানিগুলির যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে সরকার এই বছর মাত্র ২২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে৷ কোম্পানিগুলোর দাবি, প্রকৃত ক্ষতি দ্বিগুণেরও বেশি। এটা তাদের নিজেদেরই মেটাতে হবে।