বিদেশি সংস্থায় চাকরির টোপ দিয়ে প্রতারণা! নয়ডা থেকে গ্রেপ্তার মূল পান্ডা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: বিদেশে সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বড় প্রতারণা। তদন্তে নেমে নয়ডা থেকে প্রতারণা চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম সৌমি ঘোষ। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বাসিন্দা পূর্ণাংশ বসু বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে তাঁর সিভি জমা করলে সেখান থেকে তাঁর কাছে একটি ইমেল আসে। ইমেইলে তাকে মিস পায়েল নামে এক মহিলার সঙ্গে চাকরির জন্য যোগাযোগ করতে বলা হয়। সেই অনুযায়ী পায়েলের সঙ্গে যোগাযোগ করেন পূর্ণাংশু। পায়েল তাঁকে সিঙ্গাপুরের একটি সংস্থায় মার্কেটিং ডিপার্টমেন্টে কাজের প্রতিশ্রুতি দেন।

এরপর ধীরে ধীরে জাল ছড়াতে শুরু করে প্রতারকরা। ওই কথোপকথনের পরদিন তাঁর কাছে ওই সংস্থার টেকনিক্যাল হেডের পরিচয় দিয়ে এক ব্যাক্তি ফোন করেন। পূর্নাংশুর কাজের কি কি অভিজ্ঞতা আছে তা জানাতে বলেন। এরপর পায়েল নামে ওই মহিলা পূর্নাংশুকে ফোন করে বলেন তাঁর মেডিকেল রিপোর্ট তৈরি করতে হবে এবং তার জন্য ১৪,৭৫০ টাকা জমা করতে হবে। শুধু তাই নয়, পূর্ণাংশুকে জানানো হয়, চাকরি না পেলে এই টাকা দিয়ে দেওয়া হবে তাঁকে। এরপর ডিজিটাল সিভি তৈরির জন্য ফের তাঁকে টাকা জমা করতে বলে পায়েল। এবার একটু সন্দেহ হয় পুর্নাংশু বাবুর। প্রতারিত হচ্ছেন আশঙ্কা করে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে সল্টলেকের সেক্টর ফাইভে একটি সংস্থা খুলে বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছে। এরপর পুর্ণাংশু বাবুর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তবে, সেসময় অধরা থাকে এই চক্রের মূল পান্ডা। শেষপর্যন্ত, সূত্রের খবরের ভিত্তিতে নয়ডা গিয়ে অভিযুক্ত সৌমি ঘোষকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। এই প্রতারণা চক্রের যোগাযোগ কতদূর পর্যন্ত বিস্তৃত বা এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা জানতে তদন্ত করছে পুলিশ।