HighlightNewsদেশ

গুজরাটের শিল্পতালুকে রাসায়নিক গ্যাস লিক, মৃত অন্তত ৬, অসুস্থ আরও ২০

টিডিএন বাংলা ডেস্ক : বৃহস্পতিবার সাত সকালে গুজরাটের সুরাটে শিল্পতালুকে রাসায়নিক কারখানায় একটি ট্যাঙ্কার থেকে রাসায়নিক গ্যাস লিক হওয়ার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনায় গুজরাতে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই পরিসংখ্যান অসম্পুর্ণ, আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় মৃতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। একটি ছাপাখানায় দাঁড়িয়ে থাকা রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে রাসায়নিক বের করার কাজ শুরু করেন ওই ট্যাঙ্কারের চালক। কিন্তু হঠাৎ সেই রাসায়নিক ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়াতেই এই বিপত্তি। খবর পেতেই এলাকায় পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সকাল গুজরাতের সুরাটের সচিন GIDC শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডিআইডিসি)-এ এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে রাসায়নিকের বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। পরে আরও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁরা সকলেই সুরতের ওই এলাকার একটি শাড়ি কারখানার শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তদন্তকারীদের অনুমান, বৃহস্পতিবার ভোরে নিয়মবিরুদ্ধ ভাবে ডিআউডিসি-র নর্দমায় রাসায়নিক বর্জ্য ফেলছিলেন ট্যাঙ্কারের চালক।

প্রত্যক্ষদর্শীদের ভাষায়, অসুস্থদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ছ’জন। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর এলাকা থেকে চম্পট দিয়েছেন ওই ট্যাঙ্কারের চালক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Related Articles

Back to top button
error: