HighlightNewsদেশ

ইডির দফতরে রাহুলের হাজিরার দ্বিতীয় দিনেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের

টিডিএন বাংলা ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ টানা দ্বিতীয় দিন রাহুল গান্ধীকে জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনও বাড়ি থেকে ইডির দপ্তরে যাওয়ার পথে প্রথমে রাহুল কংগ্রেসের সদর দফতরে আসেন, পরে সেখান থেকেই গাড়িতে করে ইডির দফতরের উদ্দেশ্যে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও। এদিন ফের রাহুলের সঙ্গে মিছিল করতে থাকা কংগ্রেস নেতা ও কর্মীদের পুলিশ বাধা দেয়। কংগ্রেস সাংসদ ও মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এদিন ফের তাঁকে আটক করে।

এদিনও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে কংগ্রেস অফিসের কাছে ব্যারিকেড দিয়ে থামানো হলে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভূপেশ বাঘেল পুলিশকে বলেন- আপনি একজন মুখ্যমন্ত্রীকে আটকাতে পারবেন না। যদিও পুলিশ তাঁদের আগে যেতে দেয়নি।

এর আগে সোমবার রাহুল গান্ধীকে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। গভীর রাত পর্যন্ত জেরা চলাকালীন রাহুল ইডি অফিসারকে বলেন, “রাতে কি এখানেই রেকে দেওয়ার উদ্দ্যেশ্য আছে? যদি হ্যাঁ, তাহলে রাতের খাবার খেয়ে আসি?”

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় রাহুলের উত্তরে সন্তুষ্ট হননি ইডির আধিকারিকরা। রাহুলের কাছ থেকে কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। রাহুলকে বেশ কয়েকবার এজেন্সির প্রশ্নের উত্তর এড়াতে দেখা গেছে। মূলত এই কারণেই মঙ্গলবার তাঁকে ফের তলব করা হয় ইডির দফতরে।

সূত্রের খবর অনুযায়ী, ইডির তরফ থেকে রাহুলকে প্রশ্ন করা হয়, ৫০ লক্ষ শেয়ারের জন্য টাকা জোগাড় করেন কীভাবে? আপনার সম্পত্তি কোথায়? বিদেশে কোন সম্পত্তি আছে? যদি হ্যাঁ, কোথায় এবং কত?
এজেএলে আপনার ভূমিকা কী ছিল, আপনি কীভাবে ইয়াং ইন্ডিয়ায় যোগ দিলেন? কীভাবে ইয়ং ইন্ডিয়ার পরিচালক হলেন? কোম্পানি কবে গঠিত হয়? ইয়ং ইন্ডিয়া কি এজেএলের দখল নিতে পারে?
কার সিদ্ধান্তে এজেএলের দায় দূর করার জন্য অর্থ প্রদান করা হয়েছিল? টেকওভারের জন্য পুরনো শেয়ারহোল্ডারদের বৈঠকের কার্যবিবরণী? সভা না ডাকলে তার কারণ কী? ন্যাশনাল হেরাল্ড পুনরুজ্জীবিত করার পিছনে উদ্দেশ্য কি ছিল? ইত্যাদি একাধিক প্রশ্ন করা হয় রাহুলকে।
সোমবার সকালে রাহুলকে প্রায় ৩ ধরে ঘন্টা জেরা করে ইডি। এরপর বিকেল তিনটার দিকে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়া হয়। ইডির তরফ থেকে মধ্যাহ্নভোজের কথা বলা হলেও রাহুল তাতে রাজি হননি। তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সরাসরি স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যান। প্রায় ৪০ মিনিট পরে, রাহুল ইডি অফিসে ফিরে আসেন। এরপর তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিন দলের মুখপাত্র এবং সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে পুলিশ আঘাত করেছিল, তার চশমা মাটিতে ফেলে দেওয়া হয়েছিল, তার বাম পাঁজরে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে। সাংসদ প্রমোদ তিওয়ারিকেও রাস্তায় ফেলে দেওয়া হয়। মাথায় আঘাত এবং পাঁজরে চিড় রয়েছে। এটা কি গণতন্ত্র?

এর আগে সোমবার সকালে পুরো দমে ইডির দপ্তরে হাজিরা দেন রাহুল। ইডির অফিসাররা তাঁকে ৫০টিরও বেশি প্রশ্ন করেন। কংগ্রেসের তরফ থেকে ইডির এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করা হয়। সকাল থেকেই দিল্লির বিভিন্ন জায়গায় জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’এর সংলাপের অনুকরণে ‘ঝুঁকেগা নেহি’ পোস্টার নিয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। দেশের অন্যান্য স্থানেও দলীয় কর্মীরা বিক্ষোভ করেছে। বিকেল ৫:৩০ টায় কংগ্রেসের সমস্ত নেতাদের দলীয় কার্যালয়ে ডেকে বৈঠক করা হয়।

Related Articles

Back to top button
error: