HighlightNewsদেশ

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বৈধতা চেয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, খারিজ মামলা, উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু কাশ্মীরে বিতর্কিত ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সরকারি সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করুক সুপ্রিম কোর্ট- এমন দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। এই বিতর্কিত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করায় উষ্মা প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার শোনা মাত্র সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

এই মামলা শোনার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই ধরনের আবেদন করা একেবারেই ভুল। তিনি আরও বলেন, ‘৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক বৈধতার বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সামনে বিচারাধীন। তারপরও কোন যুক্তিতে ৩৭০-এর বৈধতা চেয়ে মামলা করা হচ্ছে। এর তো কোনও ভিত্তিই নেই।’

উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘এই ধরনের মামলার অর্থ কি। আপনারা এখন সুপ্রিম কোর্টকে দিয়ে বলাতে চাইছেন যে ৩৭০ ধারা বাতিল বৈধ্য? আমরা কেন এমন ঘোষণা করব বলতে পারেন ? আপনার মক্কেলকে এমন মামলা করতে কে বলেছে বলতে পারেন?’ আইনজীবীকে জিজ্ঞাসা করে বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের এজলাসে ছিল মামলার শুনানি। ৩৭০ (১ ) অনুচ্ছেদ বাতিল করা এবং ৩৫ -এ অনুচ্ছেদ মুছে ফেলাকে বৈধ বলে দাবি করা মামলাটিকে জনস্বার্থ বলেও দাবি করা হয়। তাতেই উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

Related Articles

Back to top button
error: