HighlightNewsদেশ

আবারও অসমের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার, বন্ধ হয়েছে ৬০০ মাদ্রাসা

টিডিএন বাংলা ডেস্ক: আবারও অসমের সমস্ত সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে তাকে সাধারণ স্কুলে পরিণত করে দেওয়ার ঘোষণা দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কর্নাটকে অনুষ্টিত বিজেপির একটি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, ইতিমধ্যে তার সরকার অসমের প্রায় ৬০০ টি সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আগামীতে যে বাকি অন্যান্য মাদ্রাসাগুলিও বন্ধ হতে চলেছে সেটাও জানিয়ে দেন তিনি।

অসমে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিজেপি সরকার রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যা নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিজেপি সরকারের সেই সিদ্ধন্তের বিরুদ্ধে অসমের গৌহাটি হাই কোর্টে মামলা করেন মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিচালকরা। কিন্তু গৌহাটি হাই কোর্ট রাজ্য সরকারের সেই সিদ্ধন্তই বহাল রাখে। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষরা দারস্থ হন, দেশের শীর্ষ কোর্ট সুপ্রিম কোর্টের। কিন্তু সুপ্রিম কোর্টও অসম সরকারের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ না দিয়ে গৌহাটি হাই কোর্টের রায়ই বহাল রেখেছে। ফলে রাজ্য জুড়ে জোর কদমে চলছে মাদ্রাসা বন্ধের অভিযান। এখনও পর্যন্ত অসমে অন্তত পক্ষে ৬০০টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

এদিন তিনি বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলেন, “৬০০ মাদ্রাসা বন্ধ করেছি, বাকিগুলোও করব।’’ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা’ অসমের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ওই মাদ্রাসাগুলির ব্যয় বহন করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।

Related Articles

Back to top button
error: