টিডিএন বাংলা ডেস্ক : অসমের পর এবার সাগর মেলা। সাগর মেলার প্রস্তুতি দেখতে দু’দিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সাগরেই তিনি দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক করতে পারেন।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তীর্থ যাত্রীদের জন্য ই-রেজিস্ট্রেশন চালু করেছে রাজ্য। প্রত্যেক তীর্থযাত্রীদের হাতেই কিউআর কোড দেওয়া রিস্টব্যান্ড পড়িয়ে দেওয়া হবে। যাতে যাত্রীরা পথ হারালে খুঁজে পেতে সুবিধা হয়। পথ চিনতে যাতে সুবিধা হয়, সেজন্য সাগর মেলা অ্যাপ চালু করা হচ্ছে। ভিড় এড়াতে ই-স্নানের ব্যবস্থা করা হয়েছে। থাকছে ই-প্রসাদের ব্যবস্থাও। এছাড়া যেসব তীর্থযাত্রীর সাগরে পৌঁছতে পারবে না, তাদের জন্য বালুরঘাটে ড্রোন দিয়ে সাগর সঙ্গমের জল ছেঁটানোর প্রস্তাব রয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৯ ডিসেম্বর সাগরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ৩০ তারিখ মেলার প্রস্তুতি দেখে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে তার সাগর থেকে ফেরার কথা। ২ জানুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির বসছে। তার আগেই এই প্রশাসনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনায় এই শিবির নিয়ে তিনি কিছু বিশেষ নির্দেশিকা দিতে পারেন। এ ব্যাপারে দুয়ারে মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু হচ্ছে।