টিডিএন বাংলা ডেস্ক : এবার খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার। বিশেষ ওইদিনে ৫০ হাজার ফুটবল তিরণ করা হবে বলে জানানো হয়। তবে কোন তারিখে খেলা হবে দিবস পালন করা হবে, তা এখনও জানা যায়নি। নির্দিষ্ট সময় মতো পরে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে খবর।
একুশের বিধানসভা ভোটের আগে তরাজ্য জুড়ে স্লোগান ওঠে ‘খেলা হবে’। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীরাও স্লোগান দিতে শুরু করেন খেলা হবে। ভোটের ময়দানে যা তুমুল জনপ্রিয়তা পায়।
একুশের বিধানসফভা ভোটের প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগলে, খেলা হবে স্লোগানের সঙ্গে জুড়ে যায় নতুন আরও দুটি শব্দ। খেলা হবে থেকে শুরু হয়ে যায় ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগান। নির্বাচনী প্রচারের প্রতিটি সভার শেষে খেলা হবে স্লোগান তুলে সাধারণ মানুষের দিকে একটি করে ফুটবল ছুড়ে দিতেন মুখ্যমন্ত্রী৷ মজাচ্ছলে বলতেন, বল লুফতে না পারলেই পাঁচশো টাকা ফাইন হবে। সবকিছু মিলিয়ে দেবাংশু ভট্টাচার্যের এই খেলা হবে স্লোগানকে খেলা হবে দিবস বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । এবার থেকে রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় তিনি ঘোষণা করলেন, ‘আমরা খেলা হবে দিবস পালব করব। ওই দিন ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে।’
এ দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরো ৩ মাস বাংলাকে কী করা হয়েছিল আমি বলতে চাইনা। কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি দিয়ে চাপ দেওয়া হয়েছে৷ ৮ ফেজে ভোট করিয়েছে। ভেবেছিল বাংলা জয় করবে। মানুষ খেলা হবে স্লোগানকে আপন কর নিয়েছে। বাংলার মানু্ষকে শত কোটি প্রণাম। তাঁরা বুঝিয়ে দিয়েছে, বাংলার মেরুদণ্ড ভাঙা যায় না।আমরা খেলা হবে দিবস পালন করব।’
উল্লেখ্য, ‘খেলা হবে’ স্লোগান শুধু বাংলাতেই আটকে নেই। একুশের বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানকে ধার করেছে সমাজবাদী পার্টিও। খেলা হবে-র নিরিখে উত্তরপ্রদেশের জন্য তৈরি হয়েছে ‘অব ইউপি মে খেলা হোই’। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের স্লোগানের উপর নির্ভর করে সমাজবাদী পার্টি এবার যোগীরাজ খতম করে ফের লখনউয়ের মসনদে বসতে পারে কি না, সেটাই দেখার।