HighlightNewsরাজ্য

কয়লা-গরু পাচার কান্ডে কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা

টিডিএন বাংলা ডেস্ক : সম্প্রতি গরু পাচার কান্ডে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। কিছু দিন আগেই কয়লা ও গরু পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল ইডি। এবার এ বিষয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা-গরু পাচার কান্ডে কার্যত কেন্দ্রকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান, কয়লা খনিগুলো পাহারা দেয় সিআইএসএফ। আর সীমান্ত দিয়ে গরু পাচার রোখার জন্য রয়েছে বিএসএফ। সিআইএসএফ আর বিএসএফ তো আমাদের হাতে নেই। কেন্দ্রের হাতে। এক্ষেত্রে রাজ্যের কী করার আছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্য বিভিন্ন রাজ্যের সঙ্গে লাগোয়া। বলুন আমি কেন সেই সংক্রান্ত সমস্ত সমস্যার মুখোমুখি হব। উত্তরপ্রদেশ থেকে কয়লা, গুরু আসবে। রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে কয়লার গাড়ি আসবে। অসম থেকে কয়লা আসবে। যাবে আমার রাজ্য দিয়ে। উত্‍স অন্য জায়গায়। কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে দিচ্ছে না। বিএসএফ বা সিআইএসএফ আমার হাতে নেই। তাহলে রাজ্য সরকারের দায়িত্ব কোথায়। কোভিডের সময় রাজ্যকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বর্ডারে কোনও গাড়ি আটকানো যাবে না। তাহলে এখন এসব বলা হচ্ছে কেন?’ ইতিপূর্বে অভিষেকও কয়লা আর গরু পাচার-কাণ্ডকে ‘হোম মিনিস্টার স্ক্যাম’ বলে কটাক্ষ করে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”ইডি, সিবিআই-কে ব্যবহার করে সবাইকে নিয়ন্ত্রণ করা চেষ্টা হচ্ছে। বিরোধী দল হলে সিবিআই অতি সক্রিয়। আর অন্য কেউ হলে সিবিআই নিষ্ক্রিয় তখন।” তিনি আরও বলেন, ”ইডি, সিবিআই দিয়ে রেড না করিয়ে যারা যারা পেট্রল আর ডিজেলের মুনাফা লুটছে, তাদের ধরুন।”

Related Articles

Back to top button
error: