কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা। দীর্ঘ দিন থেকেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে পরিকল্পিত ভাবে বঞ্চনা করার অভিযোগ জানিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই শুরে শুর মিলিয়ে একই অভিযোগ তুলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা-মন্ত্রীরা। কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি এমনই অভিযোগ তুলে এবার কেন্দ্রের বিরুদ্ধে জোরাল প্রতিবাদ জানাতে রেড রোডে ধর্নায় বসলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সামিল হতেই সেই মঞ্চে প্রতি নিয়ত ভিড় বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই সেই ধর্না মঞ্চে হাজির হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। সঙ্গে মিলিত হয়েছেন, বাবুল সুপ্রিয়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, জ্যোৎস্না মান্ডি,সায়নী ঘোষ প্রমুখ। রেড রোডের এই নীল-সাদা মঞ্চ থেকে কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা ও শাসক দলের নেতারা।