HighlightNewsরাজ্য

মণিপুর হিংসা কান্ডে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্যের নাগরিকদের উদ্ধারে বিশেষ উদ্যোগ

টিডিএন বাংলা ডেস্ক: মণিপুর হিংসা কান্ডে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরে বসবাসকারী এই রাজ্যের নাগরিকদের উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। সামাজিক মাধ্যম টুইটারে নিজেই একটি টুইট করে জানিয়েছেন সেই কথা। বিজেপি শাসিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর গত ৩ দিন ধরে জ্বলছে ব্যাপক সাম্প্রদায়িক হিংসা ও অশান্তির আগুনে। ২ টি সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। পাশাপাশি প্রশাসনের সঙ্গেও চলছে সংঘাত। ইতিমধ্যে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।

এমতাবস্থায় মণিপুরে বসবাসকারী বাংলার নাগরিকদের উদ্ধারে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ প্রশাসন। বিজেপি শাসিত মণিপুর সরকারের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই উদ্ধার অভিযান করবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত শান্তি ফেরানোর আবেদন করেছেন। সকলের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি। একটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মণিপুর থেকে আমরা যে ধরনের বার্তা পাচ্ছি তাতে গভীরভাবে মর্মাহত। আমি মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্যরা, এখন সেখানে আটকা পড়েছে। বাংলার সরকার জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি বদ্ধ। মণিপুর সরকারের সাথে সমন্বয় করে সেখানে আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিবকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে ও দুর্দশা মানুষদের সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় জনগণের পাশে আছি। সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটায় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিপুল সংখ্যক সেনা। ৩৫৫ ধারা জারি করে রাজ্যের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব হাতে তুলে নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। প্রয়োজনে ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসনও জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: