দেশ

মুখ্যমন্ত্রীকে ‘চড়’ মারার হুমকি, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। মঙ্গলবার বেলা ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করে নাসিক থানার পুলিশ। সূত্রের খবর, সঙ্গমেশ্বরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। অন্যদিকে এফআইআর খারিজের দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন মন্ত্রীর আইনজীবী এবং তাঁর আইনিপরামর্শদাতারা। যদিও রত্নগিরির আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। খবরে স্বাভাবিকভাবেই উল্লসিত শিবসেনা কর্মী সমর্থকরা।

সোমবার রায়গড়ে জন আর্শিবাদ যাত্রা ছিল বিজেপির। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ১৫ তারিখের ভাষণে স্বাধীনতার সাল ভুলে গিয়েছিলেন। আমি সেখানে উপস্থিত উদ্ধব ঠাকরেকে প্রকাশ্যে সপাটে ‘চড়’ মারতাম।’ তাঁর এহেন মন্তব্যে কয়েক ঘণ্টার মধ্যে উত্তাল হয় মহারাষ্ট্র। মন্তব্যের প্রতিবাদে রানেকে গ্রেফতার করার দাবি জানায় শিবসেনা। দায়ের হয় এফআইআর। এর আগে পুনের মালাদে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ৫০৫ ধারায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তারপর মঙ্গলবারই গ্রেফতার।
অন্যদিকে এপ্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ বলেন, নারায়ণ রানের মন্তব্য পুরোটাই ব্যক্তিগত। এই মন্তব্যকে দল সমর্থন করেনা।
তবে মন্ত্রীর ওই বক্তব্য নিয়ে যে বিতর্ক হবে, সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্যের জেরে মুম্বই-সহ বিভিন্ন জায়গায় পোস্টারও পড়ে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে ‘মুরগি চোর’ বলেও কটাক্ষ করা হয়। প্রসঙ্গত রাজনৈতিক জীবনের শুরুতে নারায়ণ রানে বাল ঠাকরের সঙ্গে ছিলেন। প্রায় ৫ দশক আগে চেম্বুরে তাঁর পোল্ট্রির দোকান ছিল।

Related Articles

Back to top button
error: