নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: সু-সংস্কৃতির প্রসারে শিশু কিশোর উৎসব আয়োজিত হলো নিউটাউনের যাত্রাগাছিতে। রবিবার দানবীর মহসিন লাইব্রেরীর সদস্যবৃন্দের পরিচালনায় ও ছাত্র সংগঠন এসআইও’ ঘূনি ইউনিটের সহযোগিতায় আয়োজিত হয় শিশু কিশোর উৎসবে প্রায় দেড় শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন।.
এদিনের উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষক তথা লাইব্রেরীর সভাপতি মোশারফ আলী, বিশিষ্ট সমাজসেবী ও লাইব্রেরীর সম্পাদক আব্দুল কাইয়ুম, জামে মসজিদের পেশ ইমাম হাজী মোকসেদ আলী, এসআইও’র প্রাক্তন জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান, ইউনিট দায়িত্বশীল মাসুদুর রহমান সহ লাইব্রেরীর অন্যান্য সদস্য বৃন্দরা। উৎসবে আগত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।