আফগানিস্তানকে প্রায় ২২৯ কোটি টাকা অনুদান দেবে চিন

টিডিএন বাংলা ডেস্ক : সবে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছে তালিবান। এরইমধ্যে উপহার দিতে চলেছে বন্ধু রাষ্ট্র চিন। সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই জানিয়েছেন, আফগানিস্তানকে ৩১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২৯ কোটি টাকা) অনুদান দেবে তারা। তবে আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে বেজিং। ওয়াই জানিয়েছে, ৩১ মিলিয়ন ডলারের খাদ্যশস্য, শীতবস্ত্র, ভ্যাকসিন ও ওষুধপত্র আফগানিস্থানে পাঠাবেন তারা। চিনের বিদেশমন্ত্রী সম্প্রতি মার্কিন বিদেশ সচিব অ্যান্টিন ব্লিংকেনকে বলেন, আন্তর্জাতিক মঞ্চের উচিত তালিবানদের সঙ্গে কথা বলে ইতিবাচক ভাবে পথ দেখানো। চিনের বিদেশমন্ত্রী বলেন, আশাকরি আফগানিস্তানের নতুন প্রশাসন সব সম্প্রদায়ের মানুষের বক্তব্য শুনবে। বেজিং এর বক্তব্য, আফগানিস্তানে শান্তি ফেরাতে তালিবানের অন্তর্বর্তী সরকার গঠন করা দরকার ছিল। পাকিস্তানের আয়োজিত বৈঠকে চিন, ইরান,তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের মত আফগানিস্তানের প্রতিবেশীরা হাজির থাকলেও, ছিলনা রাশিয়ার কোনও প্রতিনিধি। রাশিয়া তালিবানদের প্রতি সুর নরম করলেও তাদের সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েছে। চিন বা রাশিয়া তালিবানকে অর্থ সাহায্য করলে আমেরিকার নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়বে। এমনই আশঙ্কা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।