অরুণাচলে চিনের নয়া ঘাঁটি, বাড়ির ছাদে সে দেশের বিশাল পতাকা

টিডিএন বাংলা ডেস্ক : অরুণাচলপ্রদেশে নতুন করে চিনের ঘাঁটি ধরা পড়ল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ছয় থেকে সাত কিলোমিটার ভেতরে এই বসতি গড়ে উঠেছে। বৃহস্পতিবার এমনই ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। গত জানুয়ারি মাসে যে জায়গায় চিনা গ্রামের ছবি ধরা পড়েছিল, এই বসতিটি তার ৯৩ কিলোমিটার পূর্বে।

জানুয়ারির স্মৃতি এখনও টাটকা। সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত উপগ্রহ চিত্রে ধরা পড়ে অরুণাচলে ভারতীয় ভূখণ্ডের মধ্যে একটি চিনা গ্রাম। সম্প্রতি সেই উপগ্রহ চিত্রের সততায় সিলমোহর দেয় পেন্টাগন। এরপরই সীমান্তে বেআইনি কার্যকলাপের তীব্র বিরোধিতা করে ভারত। সেই রেশ কাটতে না কাটতেই ফের উপগ্রহ চিত্রে ধরা পড়ল নতুন চিনা বসতি। মনে করা হচ্ছে, অরুণাচল সীমান্ত লাগোয়া শি-ইয়োমি জেলায় বসতিটি দুই থেকে আড়াই বছরের মধ্যে গড়ে তুলেছে। কারণ ২০১৯ এর ১৯ মার্চ তোলা একই উপগ্রহ চিত্রে ওই জায়গা ফাঁকাই ধরা পড়ে। যদিও ২০২১ তারিখের ২০ সেপ্টেম্বর ছবিতে বসতির উপস্থিতি স্পষ্ট।

এই বসতিতে অন্তত ৬০টি বাড়ি রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই বাড়িতে বসবাস করা হচ্ছে কিনা, সেটা স্পষ্ট নয়। তবে এটা যে চিনেরই কাজ, তা একটি উপগ্রহ চিত্রে পরিষ্কার। বাড়ির ছাদের বিশাল চিনা পতাকা দেখা গেছে উপগ্রহ চিত্রে। এই পরিস্থিতিতে চিনের নাম না করে, কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অরুণাচলে চিনা বসতি নিয়ে ভারতীয় সেনার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তাতে দাবি করা হয়েছে যে এলাকার কথা বলা হচ্ছে তা এনএসির উত্তরে অবস্থিত। যদিও উপগ্রহ চিত্রের বিশ্লেষণ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন অন্য আশঙ্কার কথা। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবে দেখলে ওই এলাকায় চিনের ঢুকে পড়া কঠিন কিছু নয়।