HighlightNewsআন্তর্জাতিক

আগামী সপ্তাহে সৌদি আরব সফর করতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

টিডিএন বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যেতে পারেন। জুন মাস থেকেই গোপনে এই সফরের পরিকল্পনা করা হচ্ছিল। এরপর সৌদি আরব সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং বাইডেন-এর মধ্যে কোনো উষ্ণতা ছিল না। কূটনীতিবিদদের মতে, এর সুযোগ নিতে চায় চীন।
জানা গিয়েছে, এই সফরকে ঐতিহাসিক করতে প্রস্তুতি নিচ্ছে চীন। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কিছু চীনা কর্মকর্তা বর্তমানে সৌদিতে রয়েছেন। আমেরিকা এই বিষয়ে কড়া নজর রাখছে। সৌদির মাধ্যমে উপসাগরীয় রাষ্ট্রগুলোতে চীনকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উপস্থাপন করতে চান প্রেসিডেন্ট জিনপিং। উল্লেখ্য, উইঘুর মুসলিম ও হংকং ইস্যুতে সৌদি চীনের সমালোচনা করেনি।

Related Articles

Back to top button
error: