টিডিএন বাংলা ডেস্ক: একের পর এক ক্যাথোলিক গির্জার দ্বারা পরিচালিত আবাসিক স্কুলে গণকবরের সন্ধান মিলছে কানাডাতে। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় দিবসের দিনে আরও একটি গণকবরের সন্ধান মিলল। ফলে কানাডাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমেছে গোটা বিশ্বে। অনেকেই এবারের জাতীয় দিবস পালন স্থগিত রাখার বা বাতিল করার দাবি জানিয়েছে। এই ঘটনার বর্বরতা গোটা পৃথিবীকে হতবাক করে দিয়েছে। তাদের মৃত্যুর কারণ এবং এর সঙ্গে জড়িতদের অনুসন্ধানের জন্য শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। এরই পরিপ্রেক্ষিতে কানাডার বেশকিছু খৃষ্টান ধর্মীয় গির্জাতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিবিসি নিউজের প্রতিবেদন প্রকাশ, আলবার্তার কয়েক শতাব্দী প্রাচীন গির্জাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে পুড়ে সম্পূর্ণ গির্জাটিই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে।